স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে শ্রীনগরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ  

প্রকাশ : 2021-03-26 11:19:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে শ্রীনগরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ   

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিনামূল্যে চক্ষু সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সীয় বেবী স্ট্যান্ড সংলগ্ন মাঠে শান্তির চেষ্টার উদ্যোগে ও উদীয়মান যুব সমাজ কল্যাণ সংঘের আয়োজনে প্রায় ৩ শতাধিক নারী পুরুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। হিরা পান্না হাসপাতালের একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এই সেবা প্রদান করেন। 

এসময় উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জ্বল, স্থানীয় ইউপি সদস্য আনজাম মাসুদ লিটন, শান্তির চেষ্টা প্রতিষ্ঠাতা সভাপতি মো. সালাউদ্দিন, উদীয়মান যুব সমাজ কল্যাণ সংঘের সভাপতি ওমর ফারুক বাবু, সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক মো. হিলারী শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান হোসেন মানিক, দপ্তর সম্পাদক রিফাত প্রমুখ। 

উল্লেখ্য, উদীয়মান যুব সমাজ কল্যাণ সংঘটি বিভিন্ন সময়ে এলাকায় জনসেবামূলক কর্মকান্ড করে আসছে। এরই মধ্যে অরাজনৈতিক সংগঠনটি মানবতার কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজ করে অত্র এলাকায় খ্যাতি অর্জন করছেন।