স্বস্তিকার ভোট দিতে না পারার 'দুঃখ' ভুলিয়ে দিলেন চঞ্চল চৌধুরী

প্রকাশ : 2024-06-02 16:48:54১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

স্বস্তিকার ভোট দিতে না পারার 'দুঃখ' ভুলিয়ে দিলেন চঞ্চল চৌধুরী

ভারতের লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়ে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি দেখেন ভোট তালিকায় তার নাম নেই। আর এতে ভীষণ বিরক্ত হন এবং তার মন খারাপ হয়ে যায়। ফেসবুকে এক পোস্ট দিয়ে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।

এর কিছুক্ষণ পরেই আবারও একটি পোস্টে জানিয়েছেন, তার মন ভাল হয়ে গেছে। কারণ, ১ জুন তার প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন। এসময় তিনি নিজেকে চঞ্চলের ‘সবচেয়ে বড় অনুরাগী’ বলেও দাবি করেছেন।

স্বস্তিকা এদিন ওয়েব প্ল্যাটফর্মের নতুন সিরিজ ‘কালপুরুষ’-এর একটি ছবি শেয়ার করেন। এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।

ক্যপশনে স্বস্তিকা লেখেন, এই দিন তার কাছে বিশেষ দিন। না, কলকাতায় যে সপ্তম দফার ভোট তার জন্য নয়, বা তার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলেও নয়।  ‘আমরা আজকাল বলি কনটেন্ট ইজ কিং। ঠিক। কিন্তু সেই রাজার উপর তো মহারাজ আছেন, রাজাধিরাজ আছেন-সেই মহারাজের আজ জন্মদিন।’

দুই বাংলায় সমান জনপ্রিয় হওয়ায় চঞ্চলের কাজ এখন দুই দেশের দর্শকরাই দেখেন। স্বস্তিকা তাদের থেকে আলাদা কোথায়? সেই জবাবে অভিনেত্রী লিখেছেন, ‘ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার মধ্যে যে উত্তেজনা সেটা কি আর ছাড়া যায় ? তাই স্ট্রিমিং শুরু হলেই আমি টিভির সামনে। রাত জাগতে হলেও দেখা না শেষ করে উঠি না।’

এমনিতেই শিল্পী এবং তার কাজ কখনও সীমান্তের বেড়াজালে আটকে পড়ে না। চঞ্চলের ক্ষেত্রে অনায়াস গতিবিধি আরও সহজ হয়েছে দুই দেশের প্রযোজকদের কারণে। এমনটাই দাবি স্বস্তিকার। এর জন্য তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন। সঙ্গে একরাশ শুভেচ্ছা তার প্রিয় অভিনেতাকে।