স্বর্ণের দাম কমল ভরিতে ৩৫৭০ টাকা
প্রকাশ : 2025-05-04 15:03:02১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্বর্ণের নতুন এই দাম আজ রোববার (৪ মে) সকাল থেকে কার্যকর হয়েছে। সেই হিসেবে এখন ভালো মানের এক ভরি স্বর্ণের দাম তিন হাজার ৫৭০ টাকা কমিয়ে এক লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকায় বেচাবিক্রি হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, আজকে প্রতিভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৬১ হাজার ৩০১ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৩৮ হাজার ২৫৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১৪ হাজার ২৯৬ টাকায় বেচাবিক্রি হচ্ছে।
গত ২৩ এপ্রিল বিকেল ৪টা ১৪ মিনিট থেকে প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা, ২১ ক্যারেটের দাম এক লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৪১ হাজার ১৬৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১৬ হাজার ৭৮০ টাকা বেচাবিক্রি হয়েছিল।
গত ২২ এপ্রিল প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৭২ হাজার ৫৪৫ টাকা, ২১ ক্যারেটের দাম এক লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৪১ হাজার ১৬৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১৬ হাজার ৭৮০ টাকা বেচাবিক্রি হয়েছিল।
গত ২০ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা, ২১ ক্যারেটের দাম এক লাখ ৬০ হাজার ২০৫ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৩৭ হাজার ৩০৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১৩ হাজার ৪৯১ টাকা বেচাবিক্রি হয়েছিল।
গত ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৬৫ হাজার ২০৯ টাকা, ২১ ক্যারেটের দাম এক লাখ ৫৭ হাজার ৬৯৭ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৩৫ হাজার ১৭৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১১ হাজার ৬৫৯ টাকা বেচাবিক্রি হয়েছিল।
গত ১৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৬২ হাজার ১৭৬ টাকা, ২১ ক্যারেটের দাম এক লাখ ৫৪ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৩২ হাজার ৬৯০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৯ হাজার ৫৩৭ টাকা বেচাবিক্রি হয়েছিল।
এর আগে প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৬৩ হাজার ২১৪ টাকা, ২১ ক্যারেটের দাম এক লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৩৩ হাজার ৫৪১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১০ হাজার ২৭১ টাকা বেচাবিক্রি হয়েছিল।
সা/ই