স্বপ্নের ‘বাংলা চ্যানেল’ জয় করে যা বললেন আদমদীঘির জাহিদ
প্রকাশ : 2026-01-18 18:26:20১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সৈকত থেকে সেন্ট মার্টিন দ্বীপ। ১৬ দশমিক ১ কিলোমিটার এই সাগরপথকে বলা হয় ‘বাংলা চ্যানেল’। এবার এই বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দিয়েছেন বগুড়ার আদমদীঘির সাঁতারু জাহিদুল ইসলাম জাহিদ। তিনি উপজেলার নসরতপুর ইউপির হলুদঘর গ্রামের মৃত মোফাজ্জল হোসেন খোকার ছেলে।
জানা গেছে, এবার 'বাংলা চ্যানেল' পাড়ি দিয়েছেন দুই নারীসহ ৩৫ জন সাঁতারু। এদের মধ্যে জাহিদুল ইসলাম জাহিদ একজন অন্যতম প্রতিযোগী ছিলেন। ১৬.১ কিলোমিটার দৈর্ঘ্যের চ্যানেলটি পাড়ি দিতে শনিবার (১৭ জানুয়ারি) সকালে শাহপরীর দ্বীপ পশ্চিম সৈকত থেকে শুরু করে দুপুরের সময় প্রতিযোগীরা সেন্টমার্টিন উত্তর সৈকতে পৌঁছে বাংলা চ্যানেল অতিক্রমের মাধ্যমে সাঁতার শেষ করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় এবং ক্রীড়া পরিদপ্তরের পৃষ্ঠপোষকতায় তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ নামে একটি সংগঠন এই প্রতিযোগিতার ২০ তম আয়োজন করে।
বাংলা চ্যানেল জয় করা বগুড়ার আদমদীঘি উপজেলার সাঁতারু জাহিদুল ইসলাম জাহিদ বলেন, তিনি একটি বেসরকারি বহুজাতিক কোম্পানিতে চাকরি করেন। স্ত্রী ও একটি কন্যা সন্তানকে নিয়ে বর্তমানে ঢাকায় থাকেন। প্রতিটি মানুষের সুস্থ্য থাকার বিকল্প নেই। এজন্য সুস্থ্য থাকা এবং পরিবেশ রক্ষার কথা মাথায় রেখে তিনি মূলত সুইমিং রানিং ও সাইকেলিংয়ের সাথে জড়িত হন। মানুষকে রোগ থেকে মুক্ত থাকতে এবং সাঁতারে উদ্ধুদ্ধু করতেই চাকরির পাশাপাশি তাঁর এই পদক্ষেপ নেওয়া। অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি বলেন, সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে হলে প্রথমেই মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী হতে হবে। এই শক্তিই পরবর্তী সময়ে যেকোনো অর্জনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি ২০২০ সালে প্রথম বারের মতো ঢাকায় ম্যারাথনে অংশ নেয়। এরপর সুনামগঞ্জে ১০০ কিলোমিটার আল্ট্রা রান ও ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়। এ পর্যন্ত প্রায় ১০০টি ম্যারাথন সম্পন্ন করেছেন। শুধু তাই নয়, শুভলং চ্যানেল তথা কাপ্তাই লেকে ১৪ কিলোমিটার সাঁতার ও ৭ কিলোমিটার কুতুবদিয়া চ্যানেল সফলভাবে পাড়ি দেন এবং পদ্মা নদীতে ৭ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফল হন।
আদমদীঘির সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি ও পৌর ক্রীড়া সংস্থার সদস্য জিললুর রহমান বলেন, তিনি পেশাদার স্পোর্টসম্যান না হয়েও তাঁর এই অর্জনে আমরা সত্যিই আশ্চর্য হয়েছি, তেমনি খুশিও হয়েছি। ‘বাংলা চ্যানেল’ জয় করা জাহিদ আমাদের আদমদীঘির গর্ব। আমরা তার সাফলতা কামনা করছি।