স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ স্থগিত 

প্রকাশ : 2023-12-29 18:07:08১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ স্থগিত 

নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যু হওয়ায় এই আসনে ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক (ঈগল মার্কা) আজ ভোর ৫ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান।

তিনি বলেন, এই আসনে কবে ভোট হবে এ বিষয়ে কমিশন পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে জানাবে। আগামী ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোট গ্রহন করা হবে।