স্পীড বোট দুর্ঘটনা! লকডাউনের নিষেধাজ্ঞা ভেঙে কিভাবে ছাড়লো বোট
প্রকাশ : 2021-05-03 12:42:58১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
লৌহজং - বাংলাবাজার মাদারীপুর রুটে চলাচলকারী স্পীড বোট সমুহের বিরুদ্ধে অসম প্রতিযোগিতা ভাড়ার নৈরাজ্য নিয়ে দীর্ঘদিন যাবত অভিযোগ থাকলেও প্রভাব রাজনৈতিক ক্ষমতা আর ঘাট ব্যবস্হাপনার সাথে জড়িত কর্মকর্তাদের উদাসীনতায়ই এ ধরনের দূর্ঘটনা ঘটে বলে এ রুটে চলাচলকারী যাত্রীরা জানিয়েছেন।
ঈদের সময় ভাড়া নির্ধারনের একটি সভা হয়, ভুক্তভোগিরা জানায় সভা পর্যন্তই দায় ভাড়া নিয়ে আর নজরদারি করা হয় না।
গণপরিবহন লঞ্চ বন্ধ থাকার সরকারি নির্দেশ উপেক্ষা করে অধিক যাত্রী নিয়ে কী ভাবে স্পীড বোট ছেড়ে গেলো তা এখন জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
লকডাউনের সময় এ রুটে চলাচলকারী স্পীড বোট লঞ্চ সমুহ বন্ধ থাকায় পারাপারের জন্য ফেরীর উপর নির্ভর করতে হচ্ছে যাত্রীদের।
প্রশাসনের চোখ পাখি দিয়ে কী ভাবে স্পীড বোট শিমুলিয়া হতে ছেড়ে গেলো এই প্রশ্ন দেখা দিয়েছে। নৈরাজ্য ও অসম প্রতিযোগিতা বন্ধ করার দাবী জানিয়েছেন যাত্রীরা।
এ রুটে ভাড়ার হার ১৫০ টাকা হতে ২০০ টাকা। এখন নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক শ্রেনী স্পীড বোট কর্মচারি এই রুটে মালিকদের চোখ ফাঁকি দিয়ে ম্যানেজ বাণিজ্য করে ২৫০/ ৩০০ টাকা করে নিয়ে মাঝে মাঝে স্পীড বোট চালাচ্ছে বলে জানা গেছে।
প্রকার ভেদে স্পীড বোট সমুহের ১০/ ১৮ / ২০ জন যাত্রী ধারন ক্ষমতা সম্পন্ন একটি বোটে কী ভাবে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে এত যাত্রী বহন করা হলো সে প্রশ্ন ও দেখা দিয়েছে। ঘটনার তদন্তে তদন্ত কমিশন গঠন করা হয়েছে।