স্থানীয় চাহিদার ভিত্তিতে প্রশিক্ষণের বিষয় নির্বাচনের দাবি

প্রকাশ : 2022-06-16 09:53:20১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

স্থানীয় চাহিদার ভিত্তিতে প্রশিক্ষণের বিষয় নির্বাচনের দাবি

স্থানীয় চাহিদার ভিত্তিতে সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষনের বিষয় নির্বাচন ও প্রশিক্ষন পরবর্তী যুবকদের কর্মসংস্থানের জন্য উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তরুণরা। বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে স্থানীয় পর্যায়ে তরুণদের জন্য বাজারমুখী কারিগরি শিক্ষা নিশ্চিতকল্পে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেওয়া তরুণরা এই দাবি করেন। 

স্থানীয় বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশের সহযোগীতায় সভায় বত্ব্য দেন, যুব উন্নয়ন অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক সৈয়দ মুনিরুজ্জামান, শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুস সাকিব, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগর আলী, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, বাঁধনের নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন, সমš^য়ক মুশফিকুর ইসলাম রিতু, সাংবাদিক এসএস শোহান প্রমুখ।

সভায় অংশ নেওয়া অর্ধশতাধিক তরুণ বাগেরহাটের প্রেক্ষাপট বিবেচনা করে জেলায় কর্মরত বিভিন্ন প্রশিক্ষন প্রতিষ্ঠানে চিংড়ি, পর্যটনখাত, নার্সারি, বাস-বেতের কাজসহ  বাগেরহাটের জন্য উপযোগী বিভিন্ন প্রশিক্ষণ ট্রেড নির্বাচনের দাবি তোলা হয়। চলমান প্রশিক্ষণসমূহ আরও যুব বান্ধব ও কর্মসংস্থানে যুক্ত হতে সরকারি সহযোগিতার বিষয়ে দাবি ও সুপারিশ করেন তারা।