স্কুলছাত্র ছবি তুলতে এসে ফিরলো লাশ হয়ে

প্রকাশ : 2021-09-18 11:56:12১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

স্কুলছাত্র ছবি তুলতে এসে ফিরলো লাশ হয়ে

মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রাম সংলগ্ন ভৈরব নদের সুইচ গেটে এক স্কুল ছাত্র ছবি তুলতে এসে ফিরলো লাশ হয়ে। শুক্রবার দুপুরের দিকে দশম শ্রেণীর ছাত্র উৎস (১৫) তার বন্ধুদের নিয়ে মুজিবনগর উপজেলার রশিকপুর সংলগ্ন ভৈরব নদের সুইচ গেটের উপর দাড়িয়ে ছবি তোলার সময় পা পিছলে নদের পানিতে পড়ে নিখোঁজ হয়। তার বন্ধুরা তাকে খুঁজে পেতে ব্যর্থ হলে চিৎকার করে। নদীতে স্থানীয়রা গোশল করার সময় তাদের চিৎকার শুনে ছুটে এসে তারাও খুঁজে পেতে ব্যর্থ হয়। জানা গেছে, মেহেরপুর জেলার গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড পাড়ার ফজলুল হকের ছেলে দশম শ্রেণীর ছাত্র উৎস (১৫)। 

এসময় স্থানীয়রা মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল প্রায় দুই ঘন্টা নদীতে অনেক খোঁজার পর তারাও ব্যর্থ হয়। পরবর্তীতে খুলনা থেকে একটি ডুবুরি দল এসে সন্ধ্যা সাতটার দিকে উৎসব এর লাশ উদ্ধার করেন। ডুবুরি টিমের লিডার শফিকুল ইসলামের নেতৃত্বে ডুবুরি নবীর উদ্দিন, আহমেদ আলী, রাব্বি শেখ প্রায় ১০ মিনিট যাবত পানিতে খোঁজাখুঁজির পর উৎস’র মরদেহ উদ্ধার করে ডাঙায় নিয়ে আসেন। এসময় ভৈরব নদের দুপাড়ে হাজার হাজার মানুষ অপেক্ষা করছিল। মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান, স্কুল ছাত্র উৎসব ও বন্ধুরা মিলে রশিকপুর গ্রামের পাশে ভৈরব নদের সুইচ গেটে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে পা পিছলে নদের পানিতে পড়ে নিখোঁজ হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক টিম ভৈরব নদের পানিতে প্রায় ২ ঘণ্টা যাবত তল্লাসি চালিয়ে স্কুল ছাত্র উৎসকে খুঁজে পেতে ব্যর্থ হওয়ার পর খবর দেওয়া হয় ডুবুরি দল কে। খুলনা থেকে ডুবুরিদল সন্ধ্যার পর অভিযান শুরু করেন। অভিযানের মাত্র ১০ মিনিটের মাথায় উৎসবের মরদেহ উদ্ধার করেন। উৎস’র লাশ উদ্ধারের পরপরই সেখানে এক শোকের ছাঁয়া নেমে আসে। চারিদিকে কান্নার আওয়াজ শোনা যায়। সেখানে তার পরিবারের লোক ও মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।