সৌদি থেকে সবুজ সংকেত না পাওয়া আপাতত যাওয়া হচ্ছে না জামাল ভূঁইয়াদের
প্রকাশ : 2021-05-24 11:57:54১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের বাকি তিনটি ম্যাচ কাতারে। আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে এ তিনটি ম্যাচের আগে প্রস্তুতির জন্য আজই সৌদি আরব যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কিন্তু আপাতত সৌদি-যাত্রা হচ্ছে না জাতীয় দলের। কোয়ারেন্টিন-শিথিল করার বিষয়ে এখনো সৌদি আরব থেকে সবুজ সংকেত না পাওয়াই এর কারণ।
বাফুফে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সৌদি আরবে কোয়ারেন্টিন শিথিলসংক্রান্ত কাগজপত্র হাতে না পাওয়ায় জাতীয় ফুটবল দলের সৌদি আরব সফরের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।’
আজ বেলা ১১টার সময়ই জামাল ভূঁইয়াদের সৌদি যাওয়ার ফ্লাইট বুকিং দেওয়া ছিল। আগেই জানা ছিল কোয়ারেন্টিন নিয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। বাংলাদেশ কিছু শর্ত শিথিল করার ব্যাপারে অনুরোধ জানিয়েছিল তাদের।
বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে সৌদি আরবে গিয়ে অনুশীলন ক্যাম্প করার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। সেখানে অনুশীলন ম্যাচও খেলার কথা। সৌদি ফুটবল ফেডারেশন এ ম্যাচের ব্যবস্থা করবে। এর আগে কাতারে আগেভাগে গিয়ে প্রস্তুতি ক্যাম্প আর অনুশীলন ম্যাচ খেলার কথা থাকলেও সেটি সম্ভব হয়নি। এর পরপরই সৌদি ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে তাদের রাজি করায় বাফুফে। তারা বাফুফেকে একটি হলেও প্রস্তুতি ম্যাচ খেলার নিশ্চয়তা দিয়েছে।