সোনার বাংলায় প্রতিটি গ্রাম হবে শহর -প্রধান প্রকৌশলী এলজিইডি

প্রকাশ : 2023-08-21 17:30:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সোনার বাংলায় প্রতিটি গ্রাম হবে শহর -প্রধান প্রকৌশলী এলজিইডি

সোনার বাংলায় প্রতিটি গ্রাম হবে শহর প্রতিটি বাড়ি হবে একটি করে খামার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গ্রামের মানুষ শহরের মত সব ধরনের সুযোগ সুবিধা পাবেন এ লক্ষ্যে সরকারের নির্দেশে কাজ করছে এলজিইডি। তিনি আরো বলেন অনেক রাস্তা পাকা হয়েছে ধীরে ধীরে আরো রাস্তা পাকা করা হবে, ইফাদ প্রভাতী প্রকল্পের আওতায় নির্মিত এভবনে বন্যার সময় সাধারণ মানুষ আশ্রয় নিতে পারবেন, শিক্ষার্থীরা পড়ালেখার সুযোগ সুবিধা পাবে। সোমবার এলজিইড প্রধান প্রকৌশলী শেখ মোঃ মহসিন দাতা সংস্থা ইফাদ এর প্রভাতী প্রকল্পের আওতায় ও এলজিইডির তত্ত্বাবধানে কাউনিয়ার পল্লীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের (বন্যা আশ্রয় কেন্দ্র) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাতা সংস্থা ইফাদ এর ভাইস প্রেসিডেন্ট ড. ডোনাল্ড ফ্রেন্স ব্রাউন সিবিই, রংপুরের তত্বাবধায়ক প্রকৌশলী আবু জাফর মোঃ তৌফিক এলাহী, রংপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহাজাহান আলী, কাউনিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাকিরুল ইসলাম, পল্লীমারী সঃপ্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুন্নবী খোকন, শিক্ষিকা বেবি খানম প্রমূখ। পল্লীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনটি ২ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয়ে দাতা সংস্থা ইফাদ প্রভাতী প্রকল্পের অর্থায়ণে এলজিইডির তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে। যা এলাকায় বন্যার সময় বন্যা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। এ ভবনে কমিউনিটি ক্লিনিক, আইসোলেশন ইউনিট, রান্নাঘর, শ্রেণি কক্ষ, শিক্ষক কক্ষ, শৌচাগার সহ আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে। পরে বিদ্যালয় মাঠে গাছের চারা রোপন করা হয়েছে।