সোনারগাঁয়ে মেঘনা ইকোনমিক জোনে আগুন

প্রকাশ : 2022-07-04 11:30:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সোনারগাঁয়ে মেঘনা ইকোনমিক জোনে আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা শিল্পাঞ্চলের মেঘনা ফয়েল প্যাকেজিং লিমিটেডের কারখানায় লাগা আগুন ৩ ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সোমবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁও ফায়ার সার্ভিস ও মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস ও গজারিয়া ও ডেমরা ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

এদিকে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি কারখানার শ্রমিকরা সহায়তা করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ১৪টি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং এতে হতাহতের তথ্য এখনই বলা যাচ্ছে না।