সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ১০ জন আহত

প্রকাশ : 2022-10-03 13:45:35১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ১০ জন আহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (৩ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অলিম্পিক কাটার পিপাসা পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায় নি।

পুলিশ জানায়, সকালে মতলব এক্সপ্রেসের একটি বাস (ঢাকা মেট্রো-জ-১৪-০১৩৯) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫-৯০৪৯) ও মোটরসাইকেলকে (ঢাকা মেট্রো-ল-১১-৫৫৬০) ধাক্কা দেয়। এসময় অন্তত ১০জন গুরুতর আহত হন।

আহতদের স্থানীয় আল-বারাকা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত মোটরসাইকেল চালককে কাঁচপুর হাইওয়ে থানার অ্যাম্বুলেন্সে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।