সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু গণটিকার দ্বিতীয় ডোজ  

প্রকাশ : 2021-08-25 13:53:06১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু গণটিকার দ্বিতীয় ডোজ   

করোনা প্রতিরোধে সরকারের গনটিকা কার্যক্রমে প্রথম ডোজ পাওয়া নাগরিকরা দ্বিতীয় ডোজ পাবেন আগামী ৭ সেপ্টেম্বর থেকে। 

বুধবার (২৫ আগস্ট) সকালে রাজধানীর সিএমএসডি মিলনায়তনে বিভিন্ন হাসপাতালে প্রবাসীদের পাঠানো পোর্টেবল ভেন্টিলেটর বিতরন অনুষ্ঠানে এ সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ.বি.এম খুরশীদ আলম।

এ সময় মহাপরিচালক আরও জানান, গণটিকা কার্যক্রমে যে যেখান থেকে প্রথম ডোজ নিয়েছেন সেখান থেকেই দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন।

এছাড়া ৩০টি নতুন আরটিপিসিআর কেনার পরিকল্পনা রয়েছে বলেও জানান মহাপরিচালক। যা দ্রুততম সময়ে পাওয়া যাবে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ.বি.এম আব্দুল্লাহর উপস্থিতিতে পোর্টেবল ভ্যান্টিলেটর বিতরন করা হয়। 

গত ২৪ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী ৫ বাংলাদেশী সহজে বহনযোগ্য ২৫০টি উন্নতমানের ভেন্টিলেটর বাংলাদেশে পাঠান।

এর আগে গত ১৪ আগস্ট থেকে সপ্তাহব্যাপী গণটিকার প্রথম দাফের কার্যক্রম শুরু হয়।