সেই পুরোনো পেশায় ফিরে গেলেন অ্যাডভোকেট তৈমুর আলম
প্রকাশ : 2022-01-26 15:46:33১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বিএনপি থেকে বহিষ্কৃত দলের চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডেভোকেট তৈমুর আলম খন্দকার পুরনো পেশায় ফিরে গেলেন। সম্প্রতি আলোচিত এই রাজনীতিবিদ পেশায় একজন আইনজীবী। তবে রাজনৈতিক ব্যস্ততার কারণে এতোদিন আইন পেশায় পুরোপুরি মনোযোগী হতে না পারলেও এখন সেই পুরোনো পেশায় ফিরে গেলেন।
গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে বড় ব্যবধানে পরাজিত হন স্বতন্ত্র-প্রার্থী তৈমুর আলম। নির্বাচনে তাকে ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোটে পরাজিত করে জয় লাভ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। আর তৈমুর আলম পান ৯২ হাজার ১৭১ ভোট। তাদের মধ্যকার ভোটের পার্থক্য ৬৯ হাজার ১০২টি।
এছাড়া নির্বাচনে পরাজয়ের পর তৈমুর আলমকে বিএনপি দল থেকে বহিষ্কার করা হয়। গত ১৮ জানুয়ারি রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কার করা হয় তাকে।
চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র মোতাবেক আপনাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ৩ জানুয়ারি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকেও প্রত্যাহার করা হয় তৈমুর আলম খন্দকারকে।
এদিকে তৈমুর আলম গত ১৯ জানুয়ারি নারায়ণগঞ্জে মাসদাইর এলাকায় নিজ বাসায় সাংবাদিকদের জানান, বিএনপি থেকে বহিষ্কার করা হলেও দল পরিবর্তন বা অন্য দলে যোগ দেবেন না তিনি।