সূর্যবৃত্তে তুমি অবিরল আলো

প্রকাশ : 2021-08-15 09:07:10১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সূর্যবৃত্তে তুমি অবিরল আলো

ঝর্না রহমান
------------------------

এই শ্যামল বাংলার মাটি
এ মাটি তোমাকে একদিন সবুজ 
শস্যপুত্রের আদলে জন্ম দিয়েছিল,
জন্মেই তুমি মাতৃগাত্রে বুনে দিয়েছিলে 
স্বর্ণবর্ণ বীজ। অতঃপর বহু রক্তঅশ্রুঘাম
 সেচ দিয়ে তুমি জন্ম দিলে দিগন্তস্পর্শী প্রগাঢ় সবুজ বৃক্ষ।
এ আমার স্বাধীনতার জয়পতাকা।
একদিন অজেয় তোমাকে হত্যা করলো
 নরপশুর দল। ওরা ভাবলো এভাবেই
 বিনাশ ঘটে অবিনাশী আত্মার। কিন্তু 
ঘাতকের অন্ধ চোখ দেখতে পায় না
পাতকী অন্ধকার ভেদ করে বিচ্ছুরিত 
হচ্ছে নক্ষত্রসভার আলো,
জ্যোতিষ্কদূতের অভিবাদন মঞ্চের ওপরে
 পতাকায় মুড়ে রাখা হলো তোমার 
রক্তস্নাত দেহ
তারপর অনন্ত সম্মানে তোমাকে সমাহিত 
করা হলো সেই পতাকার সূর্যবৃত্তে।
এখন তুমি অবিরল শস্য আলো আর 
প্রাণকণার প্রতীক।