সুষ্ঠ নির্বাচনের দাবিতে মুন্সীগঞ্জে সংবাদ সম্মেলন ‌

প্রকাশ : 2022-07-25 15:06:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সুষ্ঠ নির্বাচনের দাবিতে মুন্সীগঞ্জে সংবাদ সম্মেলন  ‌

বহিরাগত ও সন্ত্রাসী মুক্ত, সুষ্ঠ নির্বাচনের দাবিতে মুন্সীগঞ্জে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের মোঃ শাহীন মুন্সি। সোমবার সকালে সদর উপজেলার বজ্রযোগেনী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের শাহীন মুন্সির বাড়ীতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নৌকা প্রতীকের প্রার্থীর সিরাজুল ইসলামের বিরদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ এনে স্বতন্ত্রী প্রার্থী চশমা প্রতীকের মোঃ শাহীন মুন্সি বলেন, নির্বাচনে  প্রচার প্রচারণার শুরু থেকে নানা ভাবে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আমার কর্মি সর্মথকদের মারধর ভয়ভীতি দেখিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম। এমন অবস্থায় সুষ্ঠ নির্বাচন হবে কিনা সেই আতঙ্কে রয়েছে সাধারণ ভোটারগণ।

তাই বহিরাগত ও সন্ত্রীসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার মাধ্যমে সুষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবী জানান এই স্বতন্ত্র প্রার্থী।