সুফিবাদ মানবিক গুনাবলি বিকশিত ও প্রসারিত করে : লায়ন গনি মিয়া বাবুল

প্রকাশ : 2023-09-17 13:25:43১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সুফিবাদ মানবিক গুনাবলি বিকশিত ও প্রসারিত করে : লায়ন গনি মিয়া বাবুল

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, সুফিবাদ মানবিক গুনাবলি বিকশিত ও প্রসারিত করে। সুফিবাদ ধর্মের নিয়ম-কানুন মেনে স্রষ্টা ও সৃষ্টিকে প্রেমের বন্ধনে আবদ্ধ করে। জীবনে পূর্ণতা লাভের জন্যে সফিবাদের গুরুত্ব অনস্বীকার্য। আধুনিক ও উন্নত জীবনবোধের ক্ষেত্রে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে সুফিজমের বলিষ্ঠ ভূমিকা রয়েছে।

সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের নীতি-নির্ধারনী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ১৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় ঢাকার পল্টনস্থ সিগ্যাল চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত ‘শপথ পাঠ, আলোচনা, দোয়া মাহফিল’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিত।

সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা তৌহিদুল ইসলাম চিশতী নিজামী এর সভাপতিত্বে ও মহাসচিব আল্লামা ড. আনিছুর রহমান জাফরী এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা খন্দকার গোলাম মওলা নকশেবন্দি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই উপমহাদেশে ইসলাম প্রচার ও প্রসারে সুফিগণের ভূমিকা সবচেয়ে বেশি। সুফিগণ পার্থিব লোভ-লালসার উর্দ্বে উঠে সর্বদা স্রস্টার সন্তুষ্টির জন্যে কাজ করে আসছেন। সুফিগণ ধর্মের ও সমাজের পরিশুদ্ধ মানুষ। তিনি ক্ষোভের সাথে বলেন এক শ্রেণীর মাদ্রাসার তথাকথিত মৌলভীদের কারণে ইসলাম ধর্মের ভাবমুর্তি প্রায় ক্ষেত্রে ক্ষুন্ন হচ্ছে। তারা ধর্ম ব্যবসায় জড়িত। ধর্মকে কখনো দুনিয়াবী স্বার্থে ব্যবহার করা যাবে না। তিনি সকলকে নবী ও তার রসুলের প্রেমে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ জয়নাল আবেদীন মাঝি শাজলী, সহকারি মহাসচিব শাহ সুফি খাজা রাশেদুল ইসলাম রাসেল প্রমুখ।

 

বার্তা প্রেরক
(মোঃ রাজিবুল ইসলাম রাজিব)
জনসংযোগ কর্মকর্তা
বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, কেন্দ্রীয় কমিটি