সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ ও কীটনাশকসহ শিকারী আটক

প্রকাশ : 2021-07-05 19:55:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ ও কীটনাশকসহ শিকারী আটক

সুন্দরবন থেকে হরিণ শিকারের ফাঁদ ও কীটনাশকসহ মোঃ সাজ্জাক ব্যাপারী(২৮) নামের এক শিকারিকে আটক করেছে বন বিভাগ। সোমবার ভোরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বুড়বুড়িয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ সাজ্জাককে আটক করে বনরক্ষীরা। এ সময় ৫শ’ গজ ফাঁদ, তিন বোতল কীটনাশক ও কীটনাশক যুক্ত ১০ কেজি মাছ জব্দ করে বনর¶িরা। আটক সাজ্জাক ব্যাপারী মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের আফজাল ব্যাপারীর ছেলে।

চাঁদপাই রেঞ্জের সহকারি বন সংরক্ষক এনামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুড়বুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সাজ্জাক ব্যাপারীকে আটক করা হয়েছে। বন আইনে মামলা দায়ের পূর্বক তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, সাজ্জাক দীর্ঘদিন ধরে সুন্দরবনে বিষ দিয়ে মাছ আহরণ করে আসছে। এর আগে তিনবার তার বিরুদ্ধে মামলা হয়েছে। বন আইনের মামলায় একবার জেলও খেটেছে সাজ্জাক।