সুন্দরবনে নৌকা ডুবিতে নিখোঁজের ৯দিন পর জেলের লাশ উদ্ধার

প্রকাশ : 2022-02-06 19:58:28১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সুন্দরবনে নৌকা ডুবিতে নিখোঁজের ৯দিন পর জেলের লাশ উদ্ধার

মোংলার পশুর নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া জেলে বিধান হালদারের (৫৫) লাশ ৮দিন পর উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ ফেব্রুয়ারি) উপজেলার জয়মনির ঘোল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বিধান মোংলা উপজেলার হলদিবুনিয়ার গ্রামের দাসেরখন্ড এলাকার বাসিন্দা। 

স্থানীয় বাসিন্দারা জানান, গত ২৮ জানুয়ারি রাতে নৌকায় করে স্থানীয় কালিকাবাড়ী এলাকার বিপ্রো পোদ্দারের সঙ্গে পশুর নদীতে মাছ ধরতে যান বিধান হালদার। ২৯ জানুয়ারি ভোরে তলা ফুটো হয়ে তাদের নৌকা ডুবে যায়। এ সময় বিপ্রো পোদ্দার সাঁতর কেটে তীরে উঠতে পারলেও পশুর নদীতে নিখোঁজ হন বিধান হালদার। 

বিপ্রো পোদ্দার বলেন, ‘নৌকা ডুবে গেলে ককসিটের দুইটি অংশ নিয়ে আমরা সাঁতার শুরু করি। কিছু দূর একসঙ্গে আসার পর বিধান আমার পেছনে পড়ে যায়। আমি তীরে উঠে সুন্দরবনের বিভিন্ন প্রাণীর ভয়ে গাছে উঠে পড়ি। কিন্তু বিধান আর ফিরে আসেনি।’ 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, নিখোঁজ জেলের সন্ধানে আমরা নদীর বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযান চালাই। রোববার সকালে স্থানীয়দের কাছ থেকে পাওয়া খবরের ভিত্তিতে জয়মনির ঘোল এলাকা সংলগ্ন পশুর নদীর চর থেকে একটি লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের পরিবারের লোকজন এসে লাশটি বিধানের বলে শনাক্ত করে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।