সুন্দরবনে অবৈধ কাজে বাধা দেওয়ায় বন বিভাগের বিএম এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

প্রকাশ : 2023-01-22 12:58:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সুন্দরবনে অবৈধ কাজে বাধা দেওয়ায় বন বিভাগের বিএম এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

সুন্দরবনে বিষ প্রয়োগ করে অবৈধ ভাবে মাছ ধরা, হরিন শিকার করা ও সুন্দরবনের গাছ কাটতে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বাগেরহাটের সুন্দরবন চাঁদপাই রেঞ্জের কর্মরত মোঃ মিজানুর রহমান বি,এম এর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চিলা ও সুন্দরবন ইউনিয়নবাসী মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার বন্ধে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।সুন্দরবন চাঁদপাই রেঞ্জের কর্মরত মোঃ মিজানুর রহমান বি,এম জানান, সুন্দরবনে এক শ্রেনীর অসাধু ব্যক্তিরা সুন্দরবনে বিষ প্রয়োগ করে অবৈধ ভাবে মাছ ধরা, হরিন শিকার করা ও বে-আইনী ভাবে সুন্দরবনের গাছ কাটে অবৈধ ভাবে বিক্রি করে। চিলা ইউনিয়নের মোঃ ইলিয়াস শেখ, নান্না শেখ, তুহিন শেখ ,ইউনুস খানসহ কিছু অসাধু ব্যক্তি প্রতিনিয়ত সুন্দরবনে এ ধরনের অপকর্মে লিপ্ত ছিল।

এ ধরনের অবৈধ কর্মকান্ডে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে সুন্দরবনের বিভিন্ন আইনে মামলা হয় ও তাদের শাস্তি হয়। তারা জেল থেকে মুক্তি পেয়েই চিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী আকবর হোসেনের নির্দেশে আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে মোংলা উপজেলার হরদিবুনিয়া গ্রামের খবির শেখ বলেন, মোঃ মিজানুর রহমান সুন্দরবনের একজন বিশ্বস্ত সুরক্ষাকারী। এ শ্রেনীর স্বার্থন্বেষী মহোল নিজেদের স্বার্থ উদ্ধার করবার জন্য তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। তিনি জানান, সুন্দরবনের বিভিন্ন অবৈধ কাজ বন্ধ করতে মিজানুর রহমানের ব্যাপক ভুমিকা রয়েছে। এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।