সুন্দরবনের পর্যটন স্পটে চলে এলো বাঘ
প্রকাশ : 2025-10-12 18:42:09১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

হাড়বাড়িয়া পর্যটন কেন্দ্রের অভ্যন্তরের ফুট টেইলারে চলে এসেছে বাঘ। সুন্দরবনের হাড়বাড়িয়া পর্যটন কেন্দ্রের অভ্যন্তরের ফুট টেইলর বা কাঠের তৈরি পায়ে হাঁটার পথে একটি বাঘের বিচরণ দেখা গেছে। শনিবার (১১ অক্টোবর) সকালে নিয়মিত টহলে থাকা বনপ্রহরীরা বাঘটিকে ফুট টেইলরে দেখতে পান। বনপ্রহরীরা হাঁকডাক দিলে কিছুক্ষণ পর বাঘটি নেমে বনের গহিনে চলে যায়।
সুন্দরবন প‚র্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাড়বাড়িয়া অংশে আগে থেকেই বাঘের অবাধ বিচরণ রয়েছে। বিশেষত হাড়বাড়িয়ার দিঘির পাড়ে প্রায়ই বাঘ দেখা যায়। তবে এভাবে সরাসরি ফুট টেইলরে বাঘ দেখা যাওয়ার ঘটনা এটিই প্রথম।
বিভাগীয় বন কর্মকর্তা আরও জানান, প্রায়শই বনের বিভিন্ন স্থানে বাঘের বিচরণ চোখে পড়ছে। এর অর্থ হলো সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে।