সুন্দরবনের নদী-খাল দখল-দূষণের কবল থেকে রক্ষার দাবি
প্রকাশ : 2022-03-14 19:54:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
‘জীববৈচিত্র্যের জন্য নদী’ স্লোগানে সুন্দরবন অঞ্চলের নদ-নদী-খাল দখল এবং দূষণের কবল থেকে রক্ষার দাবিতে অবস্থান ও সমাবেশ করেছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে সোমবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার চিলা বাজার সংলগ্ন পশুর নদীর পাড়ে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও জবা নারী দল এর আয়োজন করে।
এতে পশুর নদী পাড়ের মৎস্যজীবী, বনজীবী, জেলে, বাওয়ালী-মাওয়ালী ও নারী সমাজ অংশ নেন। এ সময় তাদের হাতে ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও’ ‘প্লাস্টিক দূষণ বন্ধ করো’ ‘ক্লিন রিভার হেলদি লাইফ’ ‘পশুর নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও’ ‘টাইম ফর ন্যাচার’ সংবলিত বিভিন্ন প্ল্যা-কার্ড, ফেস্টুন দেখা যায়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বাগেরহাট জেলার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখের সভাপতিত্বে অবস্থান ও সমাবেশে বক্তব্য দেন- বাপা নেতা এম এ সবুর রানা, কমলা সরকার, আব্দুর রশিদ হাওলাদার, শেখ রাসেল, নদীকর্মী হাসিব সরদার ও চন্দ্রিকা মন্ডল। এ সময় বক্তারা বলেন, পশুর নদীতে আনফিট নৌযান চলাচলের ফলে প্রতিনিয়ত তেল-কয়লা ভর্তি জাহাজডুবির ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকিতে পড়েছে। অপরিকল্পিত শিল্পায়ন, পরিবেশ-প্রকৃতি বিরোধী উন্নয়ন কর্মকাণ্ড, দখল ও দূষণে বিপর্যস্ত সুন্দরবন অ লের নদ-নদী ও খাল। বাগেরহাটের ভৈরব নদ ও শরণখোলার বলেশ্বর নদীকে দখল এবং দূষণমুক্ত করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে সরকারি খালের গতি প্রবাহ সচল রেখে পরিবেশ ও জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে।