সুন্দরবনের কর্তন নিষিদ্ধ বিপুল পরিমান কাঠ আটক, জরিমানা

প্রকাশ : 2022-04-29 15:21:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সুন্দরবনের কর্তন নিষিদ্ধ বিপুল পরিমান কাঠ আটক, জরিমানা

বাগেরহাটের মোরেলগঞ্জে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ বিপুল পরমান কাঠ আটক করেছে বনবিভাগের সদস্যরা। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের সহকারি বন সংরক্ষক মো. শহিদুল ইসলাম হাওলাদার থানা পুলিশের সহযোগীতায় মোড়েলগঞ্জ পুরান থানা রোডের ওয়াসিম শেখের কাঠ গোলায় অভিযান চালায়। এ সময় পার্শ্ববর্তী আরও দুটি গোলায় গোল পাতার নীচে নানা ধরণের কর্তন নিষিদ্ধ কাঠ খুঁজে পায় বনরক্ষীরা।

এবিষয়ে অভিযানে থাকা এসিএফ শহিদুল ইসলাম বলেন, অভিযান শুরু হয়েছে। অনেক অবৈধ কাঠ এখানে রয়েছে। একটি গোলপাতা বহনকারি নৌকা, নানা ধরণের কাঠ আটক করা হয়েছে। তবে কি পরিমান কাঠ এখানে রয়েছে তা অভিযান শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছেনা।

এই অবৈধ কাট ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে বারইখালী গ্রামের ওয়াসিম শেখকে বনবিভাগের কর্মীরা আটক করে মোবাইল কোর্টে তুললে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।