সুনীল শর্মাচার্য এর দুটি ছড়া
প্রকাশ : 2021-05-15 11:33:51১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
১.
রোজ মরি
রোজ বাঁচি
নিজের সঙ্গে
দ্বন্দ্ব,
দিনে রাতে
হাঁস ফাঁস
ভেঙে দেয়
স্কন্ধ!
২.
করোনা ট্রেন,করোনা বাস
করোনা ঘরবাড়ি,
করোনা এখন গৃহ যুদ্ধ
ভীষণ খাড়াখাড়ি!
ঘরে করোনা,পথে করোনা
বাতাসে আর জলে,
আতঙ্ক বুকে ভরসা শূন্য
প্যানিক নানা ছলে!
কাজ থাকে না,প্রাণ থাকে না
ভাত থাকে না ঘরে,
আসল কথা বলতে গেলে
ভিটেয় ঘুঘু চরে!