সুনীল শর্মাচার্য এর তিনটি ছড়া

প্রকাশ : 2021-07-03 20:37:09১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সুনীল শর্মাচার্য এর তিনটি ছড়া

আমাদের গ্রাম রে

দূরে ঐ শুয়ে আছে
আমাদের গ্রাম রে,
কেউ কি গো জানে বলো
কি বা তার নাম যে!

হিম হিম আকাশ ঐ
ঢুল ঢুল ঢুলছে,
খুশ দিল্ পথিকও
পথ চলা ভুলছে!

শিরশির বাতাসে
ধীর শ্বাস ছাড়ছে,
বাঁশ বনে পাতাদের
নাচ গান বাড়ছে!

পাহাড়িয়া গাঁয়ের মেয়ের

পাহাড়িয়া গাঁয়ের মেয়ের
রুমাঝুম নাচের তালে,
কালো হাতে বাজছে মাদোল
চৈতালি সাঁঝের কালে।

কালো ঐ ঝুমকো চুলে
লালে লাল ফেটি বাঁধা,
পরু ঠোঁটে ঝিলিক হাসি
গলাতে সুর যে সাধা।

পাহাড়ের মাতাল হাওয়া
চোখেতে লাগায় নেশা,
বাঁশিতে মিঠে সুরে
মহুয়ার আবেশ মেশা!


বাজিয়ে মিষ্টি বাঁশি

বাজিয়ে মিষ্টি বাঁশি
কে কেড়ে নেয় ঘুম,
চোখে কে আলতো করে
দেয় লাগিয়ে চুম!

হেসে কে বললে এসে
জাগ ওরে আজ ওরে---
কেন আর থাকবি শুয়ে
পাগল করা ভোরে!

জেগেছে কমল কলি,
জেগেছে ভোমর অলি;
নদীতে জাগলো সাড়া
বাতাসও পাগলপারা।
গাছের ঐ পাতায় পাতায়
বাজছে নুপূর ঝুম্!