সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা শাখার আয়োজনে বৃক্ষরোপন ও চারাগাছ বিতরণ

প্রকাশ : 2024-07-16 19:26:15১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা শাখার আয়োজনে বৃক্ষরোপন ও চারাগাছ বিতরণ

গাছ লাগান পরিবেশ বাঁচান।গাছ মানুষের পরম বন্ধু।প্রকৃত ভারসাম্য রক্ষায় গাছ রোপণের বিকল্প নেই। এরেই ধারাবাহিকতায় সুজন- সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা শাখার আয়োজনে বৃক্ষরোপন ও চারাগাছ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বগুড়া সদরের নিশিন্দারা ইউপির চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুজন- সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহিনুর ইসলাম টম্পি, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুলেখা নারগিস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ মহল, সহকারী শিক্ষক আঞ্জুয়ারা বেগম, সুজন সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা শাখার সিনিয়র সাধারণ সম্পাদক সেলিম রেজা সানু, সুজন শাজাহানপুর উপজেলার সিনিয়র সহসভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আনিস রহমান, সুজন জেলা কমিটির সদস্য শেখ মাহবুবার রহমান চপল, এম কবির ফুয়াদ, সুলতান বাদশা, শামসাদ মুর্শিদা সোমা, শ্রীঃ চন্দন সরকারসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়। বিতরণের পূর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন বলেন, আমাদের প্রত্যেকের উচিত বসতবাড়ির চারপাশে ও পরিত্যাক্ত জায়গায় চারাগাছ রোপণ করা। গাছ থেকে অক্সিজেন,  ছায়া ও ফল পাওয়া যায়। গাছ মানুষের পরম বন্ধু। এজন্য আমাদের সবার উচিত বৃক্ষ রোপন করা ও যত্ন নেওয়া।

 

সান