সিসিটিভি বন্ধ রাখতে প্রশাসনের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে: তৈমুর আলম

প্রকাশ : 2022-01-14 20:07:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিসিটিভি বন্ধ রাখতে প্রশাসনের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে: তৈমুর আলম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্রগুলোর সিসিটিভি বন্ধ রাখতে প্রশাসনের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। আজ শুক্রবার বিকেলে বন্দরে নির্বাচনী শোডাউন শেষে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি এই অভিযোগ করেন।

তৈমুর আলম খন্দকার বলেন, ‘নির্বাচন কক্ষের সিসিটিভি বন্ধ রাখতে বিভিন্ন ভোটকেন্দ্রের কেন্দ্রপ্রধানদের প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে। আমি মনে করি, ভোট চুরিতে সুবিধার জন্যই এমন নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে অপরাধ দমনের জন্য পুলিশের পক্ষ থেকেই সিসিটিভি স্থাপনের জন্য বলা হয়, সেখানে ভোটকেন্দ্রে সিসিটিভি বন্ধের নির্দেশনার অর্থ কী দাঁড়ায়, সেটা না বোঝার কিছু নেই।’

এর আগে বিকেল সাড়ে চারটায় বন্দর সিরাজউদ্দৌলা ক্লাব মাঠ থেকে নিজের নির্বাচনী শোডাউন শুরু করেন তৈমুর আলম। সিরাউদ্দৌলা ক্লাব মাঠ থেকে বন্দর বাজার হয়ে আলী আহাম্মদ চুনকা সড়ক ধরে মদনগঞ্জের পায়রা চত্বর এলাকায় গিয়ে বিকেল সাড়ে পাঁচটায় মিছিলটি শেষ হয়। শহর, বন্দর ও রূপগঞ্জ থেকে আসা শত শত কর্মী-সমর্থক বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে তৈমুর আলমের হাতি প্রতীকের পক্ষে ভোট চান। তৈমুর দুই হাত তুলে স্থানীয় বাসিন্দাদের কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় সড়কের দুই পাশে দাঁড়ানো লোকজন তৈমুরকে হাত নেড়ে অভিবাদন জানান।

মিছিলে অংশ নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি আতাউর রহমান বলেন, বন্দরে হাতি প্রতীকের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। ১৬ জানুয়ারি সিটি নির্বাচনে মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দেবে। নির্বাচন শান্তিপূর্ণ হবে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা যারাই নির্বাচন করছি, সবাই এই শহরের বাসিন্দা। আমাদের সবার সঙ্গে সবার সুসম্পর্ক আছে। নির্বাচনে কোনো প্রকার কারচুপি বা গোলযোগ তৈরি হবে বলে আমি মনে করছি না। যদি তা হয়, তবে সেটা সরকারের জন্যই খারাপ হবে।’