সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রলীগের চার কর্মীর
প্রকাশ : 2024-01-20 13:49:57১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ যুবক নিহত হয়েছেন। নিহত চারজনই জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সিলেট-জাফলং মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রণদ্বীপ পালের ছেলে নেহাল পাল রিসব (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) ও নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, জৈন্তাপুর থেকে প্রাইভেটকার নিয়ে জাফলংয়ে যাচ্ছিলেন ওই ৪ জন। ৪ নং বাংলাবাজার এলাকায় পৌঁছালে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়েছে। বাকি দুজন সিলেটে নেওয়ার পথে মারা যান।
জৈন্তাপুর থানার ওসি মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, নিহতদের মরদেহ সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ই