সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে ঝরল দুইজনের প্রাণ
প্রকাশ : 2026-01-17 11:05:44১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সিলেটের ওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আজ শনিবার সকাল ৭ টায় ঢাকা-সিলেট মহাসড়কের সোয়ারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী দুটি বাস ও গাইবান্ধা থেকে সিলেটগামী অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এছাড়া আহন হন অন্তত আরও ১০ জন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।