সিরাজদিখান রাজদিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৪ ব্যাচের আনন্দ ভ্রমন

প্রকাশ : 2022-08-06 14:30:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখান রাজদিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৪ ব্যাচের আনন্দ ভ্রমন

"সৌহাদ্যের বন্ধনে একত্রিত হই আনন্দ উল্লাসে " এই শ্লোগানে " রাজদিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৪ ব্যাচ মুখরিত' ৯৪ ব্যাচ" গতকাল ৫ আগস্ট বাগেরহাট, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া স্বপ্নের পদ্মাসেতু এলাকায় বনার্ঢ্য পিকনিক ও রিউনিউন এর আয়োজন করে। মুন্সিগঞ্জ সিরাজদিখান রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের এর অন্যতম ১৯৯৪ ব্যাচ ছাত্রদের নিয়ে গড়া সংগঠন " রাজদিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৪ ব্যাচ মুখরিত '৯৪" এর চমৎকার আয়োজনে প্রায় অর্ধশত সদস্য নিয়ে অপার সৌন্দর্য মন্ডিত  প্রাকৃতিক লিলাভূমি মহামায়ায় নিজেদের মত করে আনন্দ উল্লাসে একটি দিন কাটিয়েছে। বাসে চড়ে রওনা হন বাগেরহাটের খানজাহান আলী মাজারের উদ্দেশ্যে। পদ্মাসেতু পাড়ি দিতে গিয়ে উপভোগ করেন পদ্মা নদীর অপরূপ দৃশ্য। 

দীর্ঘতম পথ অতিক্রম করে তারা হাজির হন খানজাহান আলী মাজারে। সেখানে তারা জুমার নামাজ আদায় করেন। এরপর ষাট গম্বুজ মসজিদ পরিদর্শনে যান। সেখান থেকে চলে আসেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক পরে মাজার জিয়ারত কররেন সকলে। পিকনিক উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত হতে আসা বন্ধুরা একসাথে মেতেছে আড্ডা, গান আর পুরানো দিনের  স্মৃতি কথায়। সকাল সাত টায় রাজদিয়া  অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কুল ফটক হতে যাত্রা করে  পদ্মাসেতু পার হয়ে দক্ষিন বঙ্গে সারাদিন ভ্রমন, আড্ডা, খেলাধুলা, গান,নাচ, শেষ করে রাত ৯টায় শ্রীনগরের একটি অভিজাত রেস্তোরায় রাতের খাবার শেষ করে রাত ১০টায় সকলে আবার নিজ গন্তব্য স্থলে ফিরে আসে। স্মৃতিতে রয়ে যায় স্বপ্নের মত কাটানে দিনটি। 

অনুষ্ঠান রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৪ ব্যাচ এর প¶ হতে সকল অংশগ্রহণকারী সদস্যদেরকে শুভেচ্ছা টিশার্ট, টাউজার প্রদান করা হয়।