সিরাজদিখান মধ্যপাড়ায় জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রকাশ : 2024-11-15 18:42:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দেশীয় সংস্কৃতির চর্চার আদলে যুবসমাজকে মাদক মুক্ত ও ফোন আসক্তি থেকে দূরে রাখতে মুন্সীগঞ্জ সিরাজদিখান উত্তর মধ্যপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুনামেন্ট ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৪টায় উত্তর মধ্যপাড়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উত্তর মধ্যপাড়া তরুণ সমাজের উদ্যেগে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা অংশ নেয় ইসলামপুর একাদশ কুচিয়ামোড়া ও কুসুমপুর ফুটবল কিংস ক্লাব। খেলায় ট্রাইব্রেকারে ১/০ গোলে বিজয়ী হয় কুসুমপুর ফুটবল কিংস ক্লাব । খেলাকে ঘিরে স্কুল মাঠে খেলা দেখতে মাঠে জড়ো হয় হাজারো ফুটবল প্রেমি মানুষ। কানাই কানাই পরিপূর্ণ হয়ে যায় মাঠ।
খেলায় মধ্যাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিম আল রাজীর সভাপতিত্বে ও মাহবুব তালুকদার ইমন এবং বাধন শেখের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান হাওলাদার,সিরাজদিখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ অহিদুল ইসলাম অহিদ, সিরাজদিখান উপজেলা বিএনপির কোষাদক্ষ মোঃ নজরুল ইসলাম নজু, মোঃ কালাম শেখ,মোঃ আফিউদ্দিন বেপারী,মোঃ হুমায়ুন কবির সেলীম, ডাঃ মোঃ ইব্রাহীম হোসাইন,মোঃ মাকসুদুর রহমান রনি, মোঃ ইকরাম হোসাইন, মোঃ অলিউল্লাহ শেখ,ইব্রাহিম তালুকদার,সাব্বির শেখ প্রমুখ।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল কুসুমপুর ফুটবল কিংস ক্লাব এর হাতে মেগা ফ্রিজ তুলে দেওয়া হয়। একই সাথে রানারআপ দলকে ৩২ইঞ্চি টিভি তুলে দেওয়া হয়।