সিরাজদিখান তাঁতীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : 2022-08-31 20:06:35১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজদিখান উপজেলা তাঁতীলীগের আয়োজনে উপজেলা মোড় বাসস্ট্যান্ড রোডে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ। আজ বুধবার দুপুরে সিরাজদিখান উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ রাসেল শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা তাঁতীলীগ সভাপতি আনোয়ার দেওয়ান, সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ মহিলা সম্পাদিক হেলেনা ইয়াসমিন, সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক ঢালী মোঃ শহিদ, কৃষকলীগ সভাপতি দিন মোঃ লালু, মৃধা মোঃ নাছির উদ্দিন,সুখন চৌধুরী অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন,ইকবাল হোসেন মৃধা, সাংবাদিক গোপাল দাস হৃদয়, মোঃ ইয়াছিন প্রমুখ। আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়।