সিরাজদিখান কোলায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালনে দোয়া মাহফিল ও মতবিনিময় সভা
প্রকাশ : 2025-08-15 17:38:11১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী পালনে তাঁর সুস্থ্যতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা করেছে সিরাজদিখান কোলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন । কোলা ইনয়ন বিএনপি সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আক্কাস আলীর সঞ্জালনায়
আজ শুক্রবার বেলা ১১টায় কোলা ইনয়ন বিএনপি সভাপতি খলিলুর রহমানের বাসভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভা প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেসেবে অংশ নেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য দুলাল দাস, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বিমল দাস,সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান হাওলাদার, সিরাজদিখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আমিন উদ্দিন চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা সেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা, সিরাজদিখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ,মুন্সীগঞ্জ জেলা যুবদল আহব্বায়ক কমিটির সদস্য অহিদুল বেপারী মঞ্জুসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকীতে দোয়ায় সুস্থ্যতা ও আশু রোগমুক্তি কামনা করা হয়।