সিরাজদিখান কেয়াইন সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা-সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশ : 2022-03-03 20:12:35১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখান কেয়াইন সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা-সাংস্কৃতিক অনুষ্ঠান

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ মার্চ) সিরাজদিখান উপজেলার কেয়াইন পরিষদের আয়োজনে শুলপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধেও স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশ্রাফ আলী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেয়াইন ইউনিয়ন পরিষদের সচিব,দেবাশীষ অধিকারী, শুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর চন্দ্র শাখারী,শংকর কুমার,অনিল চন্দ্র মন্ডল প্রমুখ। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুলপুর সরকারী প্রাথমিক বিদ্যলয়ের ৫ম শ্রেণির ছাত্রী সপ্তর্শী মন্ডল আভা ৭ ই মার্চের ভাষন অনুকরণ করে ভাষন দেন ।