সিরাজদিখান উপজেলা শাখা তাতীলীগের আংশিক কমিটি গঠন
প্রকাশ : 2023-11-10 17:58:13১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশ তাঁতীলীগ মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা শাখার আংশিক কমিটি গঠনপূর্বক আগামী ৩ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। গত ৮ অক্টোবর মুন্সীগঞ্জ জেলা তাঁতীলীগ সভাপতি দেওয়ান মোঃ আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক মোঃ কামরুল আলম স্বাক্ষরিত একপত্রে সভাপতি মোঃ আসাদুজ্জামান বাবু ও সাধারণ সম্পাদক সোহেল মিয়া,সহ-সভাপতি মোঃ মুক্তার,সহ-সভাপতি মিন্টু মোল্লা,সহ-সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি আমির হোসেন বাবু যুগ্ম-সাধারণ সম্পাদক মৃধা মোঃ নাছির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল শেখ, মোঃ আলমাস শেখকে দপ্তর সম্পাদক করে আংশিক উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। আগামী তিন মাসের মধ্যে অনুমোদনকৃত কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির অনুমোদন পাওয়ার পর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলার রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
ই