সিরাজদিখান উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠিন
প্রকাশ : 2022-08-12 08:55:21১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠিত হয়েছে। সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনাক্রমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা এই নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি মোঃ বিল্লাল হোসেন, কার্যকরী সভাপতি করা হয়েছে সিরাজদিখান থিয়েটারের সিনিয়র সহ-সভাপতি সুব্রত দাস রনককে। নাট্টপরিচালক আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিস্ট বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গত ২৮ জুলাই অনুমোদন দেওয়া হয়েছে । পুনর্গঠিত কমিটির বিষয়ে কার্যকরী সভাপতি সুব্রত দাস রনক বলেন, আমরা চেষ্টা করেছি সকল সীমাবদ্ধতা কাটিয়ে একটি সুশৃক্সখল কমিটি করতে। আমি আশাবাদী নবগঠিত এই কমিটি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যার স্বপ্ন এগিয়ে যাবার পথকে নিরবচ্ছিন্ন করতে ভূমিকা রাখবে। কেননা, বঙ্গবন্ধর স্বপ্নের সুস্থ সংস্কৃতি চর্চা এগিয়ে গেলেই বাংলাদেশ এগিয়ে যাবে।