সিরাজদিখান উন্নত জাতের ব্রি ধান-৬৭,৮৮ বীজের মাঠ দিবস ও শস্য কর্তন
প্রকাশ : 2021-06-05 16:30:44১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জ সিরাজদিখানে উন্নত জাতের ব্রি ধান-৬৭,৮৮ বীজের মাঠ দিবস হাটে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংর¶ণ ও বিতরণ প্রকল্পের আওতায় নতুন জাতের ব্রি ধান-৬৭,৮৮ বীজ ব্লকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বয়রাগদী এলাকায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এসময় মাঠ দিবসে ঢাকা অ লের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বশির আহম্মদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের গাজীপুর মহাপরিচালক মোঃ শাহজাহান কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের গাজীপুর মহাপরিচালক (গবেষনা) ড. কৃষ্ণপদ হালদার, গাজীপুর ফলিত গবেষনা বিভাগ মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির,সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্যান কুমার সরকার,বয়রাগাদী ইউনিয়ন পরিষদ চেযার¤্রান আলাউদ্দিন গাজী। এছাড়াও সিরাজদিকান উপজেরা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মহসিনা জাহান তোড়ন,, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কৃষি কর্মকতা মোশারফ হোসেন, সঞ্চালনার দায়িত্বে ছিলেন কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মহসিনা জাহান তোড়ন। অনুষ্ঠানে বক্তারা জানান, নতুন ব্রি ধান-৬৭,৮৮ জাতের এই ধান বিঘা প্রতি ৩৫ মণের অধিক ফলন হয়। তাছাড়া রোগ বালাই ও পোকা-মাকড়ের আক্রমণ অনেক কম। সম্ভাবনাময় এ ধানের চালে প্রোটিনের মাত্রাও অন্যান্য ধানের তুলনায় বেশি। এতে অর্ধশতাধিক কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করেন।