সিরাজদিখান ইছাপুরায় ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

প্রকাশ : 2022-11-02 15:54:48১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখান ইছাপুরায় ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র আজ বুধবার বেলা সারে ১১ টায় মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজারে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া, মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জি এম ইঞ্জিনিয়ার শেখ মোঃ আলী, সিরাজদিখান উপজেরা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,সিরাজদিখান জোনাল অফিস ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার মাহমুদুল হাসান,ইছাপুরা সুরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন প্রমুখ। 

স্বাগত ভাষণ দেন ফেইম ইন্টারন্যাশনাল এমডি শেখ আমিন । এসময় স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেখ আমিন বলেন, ব্যাংকিং সেবা বি ত  প্রত্যন্ত অ লের মানুষের কাছে ডাচ-বাংলা ব্যাংকের সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের উন্নয়ন প্রক্রিয়াকে আরো বেগবান করতে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সহায়ক হবে। তিনি এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান।