সিরাজদিখানে ৪০টি ইটভাটার ৩০৮৫ জন শ্রমিক পেল করোনা টিকা 

প্রকাশ : 2022-02-28 19:27:00১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে ৪০টি ইটভাটার ৩০৮৫ জন শ্রমিক পেল করোনা টিকা 

করোনা ভাইরাস সুরক্ষায় এই প্রথম সিরাজদিখানে কোন ইটভাটার শ্রমিকদের কোভিড-১৯ টিকা দেয়া হয়েছে। আজ সোমবার (২৮  ফেব্রুয়ারী) সকালে মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার  রামকৃষ্ণদী সাজিদ ব্রিক্স কোম্পানী,পাইনারচর,খাসকান্দি এলাকায় ডিএনবিএম জিকজাক ইটভাটা,ভান্ডারি ইট ভাটা, ইব্রাহিমের ইটভাটা,নাজিম ইটভাটার ৩০৮৫জন শ্রমিককে কোভিড-১৯ ভ্যাকসিন  প্রথম ডোজ দেয়া হয়েছে। 

রামকৃষ্ণদী সাজিদ ব্রিক্স ইটভাটা কোম্পানীর মালিক ও মুন্সিগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির সহ-সভাপতি মোঃ শাহ আলী মেম্বার বলেন, আমরা  মুন্সিগঞ্জ ইটভাটা এসোসিয়েশন এর পক্ষ থেকে ইটভাটার শ্রমিকদের টিকা প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিলাম। সে দাবি অনুযায়ী প্রতিটি ইটভাটায় শ্রমিকদের তালিকার সঙ্গে শ্রমিকদের  শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার নিয়ে আর যাদের আইডি কার্ড আছে তাদের এনআইডি (জাতীয় পরিচয়পত্র) বা জন্মসনদের তথ্য রেখে খুব সহজেই টিকা দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় রামকৃষ্ণদী সাজিদ ব্রিক্স কোম্পানী, ডিএনবিএম জিকজাক ইটভাটা,ভান্ডারি ইট ভাটা, ইব্রাহিমের ইটভাটা,নাজিম ইটভাটার ৩০৮৫ জন শ্রমিককে টিকা দেয়া হয়েছে। 

এছাড়াও বেশ কিছু স্থানে ইটভাটান শ্রমিকদের টিকা দেয়া শুরু হয়েছে। সরকার পর্যায়ক্রমে সবগুলো ইটভাটার শ্রমিকদের টিকা প্রদান করবে। তিনি আরো বলেন, ‘আমাদের কোন শ্রমিক বা স্টাফ কেউ করোনায় আক্রান্ত হয়নি। আমরা স্বাস্থ্যবিধি মেনে কাজ করে যাচ্ছি। এমনকি স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের টিকাও দেয়া হয়। স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ দীনেশ চন্দ্র মন্ডল জানাণ, এই উপজেলায় ৪০টি ইটভাটার ৩০৮৫ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্রুত সময়ে প্রথম ডোজ টিকার কার্যক্রম শেষ করার জন্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ বিল্লাল হোসেন,স্বাস্থ্য সহকারী মোঃ সোহরাব,  সিএইচপি লুবনা আক্তার, সিএইচপি সাইদুর রহমান, সিএইচপি মোঃ আব্বাস আলী, সিএইচপি কল্পনা আক্তার, সিএইচপি সুমি আক্তার বিভিন্ন ইটভাটায়  যেয়ে ইটভাটাগুলো থেকে তালিকা তৈরী করে সবাইকে টিকার আওতায় আনার চেস্টা চালাচ্ছেন। আজ সোমবার ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত  ৩০৮৫ জন ইটভাটা শ্রমিককে টিকা দেওয়া হয়েছে। 

ইটভাটায় কর্মসূচি বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বলেন, সিরাজদিখানে ৫৫টার বেশী ইটভাটা রয়েছে । সিরাজদিখান উপজেলায় সব মিলিয়ে ইটভাটার শ্রমিক আছে প্রায় ১৫ হাজার। ইটভাটার শ্রমিকদের টিকা দেওয়ার বিষয়ে ইটভাটা মালিক সমিতির সভাপতি ও মালিকগণ  আমাদের সাথে কথা বলেছেন বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও কথা বলে রেখেছি। প্রতিটি ইটভার শ্রমিকদের টিকা দেওয়া হবে।