সিরাজদিখানে ১১৬ টি মন্ডবের দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা
প্রকাশ : 2022-09-27 15:38:17১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু-সুন্দরভাবে ও স্বাস্থ্যবিধি মেনে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার পরিকল্পনা নিয়ে সিরাজদিখান মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নের ১১৬টি পূজা মন্ডপের প্রতিনিধিদের নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা হয়।
সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) তাসনিম আক্তার, ওসি এ কে.এম মিনহাজুল হক, সিরাজদিখান পূজা উদযাপন পরিষদ সভাপতি গোবিন্দ দাস পোদ্দার,সাধারণ সম্পাদক জয়হরি মল্লিক, বীর মুক্েিযাদ্ধা আব্দুল মতিন হাওলাদার,সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, কেয়াইন ইউপি চেয়ারম্যান মোঃ আশ্রাফ আলী,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, সিরাজদিখান পূজা উদযাপন পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, সিরাজদিখান পূজা উদযাপন পরিষদ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষ, সন্তোষপাড়া শ্রী শ্রী গৌর নিতাই মন্দির কমিটর সভাপতি অধির ঘোষ প্রমুখ।