সিরাজদিখানে হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ

প্রকাশ : 2024-01-12 19:14:21১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ

সিরাজদিখান  চিত্রকোট ইউনিয়নের খালপাড় গ্রামের পারভীন আক্তারের ছেলে নয়ন (২৩)সন্ত্রাসীদের হাতে  গুরুত্বর হামলার প্রতিবাদে আজ শুক্রবার ১২ জানুয়ারী বিকাল ৫টায় চিত্রকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুলহুদা বাবুলের সভাপতিত্বে ও চিত্রকোট ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আল মামুনের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন চিত্রকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুলহুদা বাবুল, চিত্রকোট ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আল মামুন, চিত্রকোট ৮নং ওয়ার্ড সদস্য নূরে আলম, চিত্রকোট খালপাড়া ঘোষনগরের সুধী মহলসহ অনেকে। প্রতিবাদ সমাবেশে সুধীমহল বলেন, যে কোন অনিয়মের বিরুদ্ধে চিত্রকোট থালপাড়া ঘোষনগরের সুধী মহলের মানুষ ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবে। 

 উল্লেখ্য,  গত ৭ জানুয়ারী রবিবার রাত ৯ টায় উপজেলার চিত্রকোট ইউনিয়নের নয়াহাটি খালপাড় এলাকায় নির্বাচনী বিরোধের জেড়ে  মুন্সীগঞ্জ-১[সিরাজদীখান-শ্রীনগর]  আসনের স্বতন্ত্র (ট্রাক) প্রতীকের প্রার্থী গোলাম সারোয়ার কবিরের সমর্থক  মো নয়নের [২৩]   বাম হাতের কব্জি কেটে নেয় সন্ত্রাসীরা। নয়ন চিত্রকোট ইউনিয়নের নয়াহাটি খালপাড় গ্রামের মৃত জামাল উদ্দিনের পালক পুত্র,সে পেশায় রাজমিস্ত্রী  ।   ওইদিন রাত ৯ টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় ব্রীজ সংলগ্ন এলাকায় ৭/৮ জনের একটি গ্রæপ নয়নের উপর হামলা করে । ধারালো অস্ত্র দিয়ে নয়নের বাম হাতের কব্জি বিচ্ছিন করে ফেলে । গুরতর আহত নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে । এ ঘটনা একই এলাকার মজিবুর রহামানের ছেলে সিফাত নামে [১৯] একজনকে আটক করেছে পুলিশ ।