সিরাজদিখানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রকাশ : 2025-01-06 15:57:43১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

 মুন্সীগঞ্জ সিরাজদিখানের চাঞ্চল্যকর নাসির শেখ হত্যা মামলার পলাতক আসামি নয়ন শেখকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা সাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্ধর এলাকা থেকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নয়ন শেখকে (২৪) রবিবার রাত ২টার দিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নয়ন শেখ মালখানগর ইউনিয়নের মালামত দেবীপুরা গ্রামের নূর মোহাম্মদের ছেলে।    পুলিশ জানায়, রবিবার রাতে সিরাজদিখান থানার এস আাই মোঃ রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে সাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্ধর এলাকায় অভিযান চালায় তারা। এ সময় মালখানগর দেবীপুরা  গ্রামের মাছ ব্যবসায়ী নাসির শেখ (৪৮) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নয়ন শেখকে গ্রেফতার করে।   
  
সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ(ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, গ্রেফতার নয়ন শেখ সিরাজদিখান থানার মামলা নং-১২(৮)২৪, ধারা-৩০২/৩৪/১১৪ পেনাল কোড এর হত্যা  মামলার এজাহারভুক্ত পলাতক  আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।