সিরাজদিখানে স্কাউটস দলের জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ
প্রকাশ : 2021-07-03 19:39:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেছে সিরাজদিখান স্কাউট। সিরাজদিখান উপজেলা স্কাউটস এর আয়োজনে সিরাজদিখানের বিভিন্ন মোড়ে বিনা মূল্যে মাস্ক বিতরণ ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন আজ সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
উক্ত জনসচেতনতা মূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন, সিরাজদিখান উপজেলা স্কাউট কমিশনার মোঃ নাছির উদ্দিন, ইছাপুরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পরিমল চন্দ্র দাস, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সিদ্দিক উল্লাহ, ইব্রাহিম খলিল সহ স্কাউট লিডার ও রোভারগণ।
এই বিষয়ে সিরাজদিখান ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউট কমিশনার মোঃ নাছির উদ্দিন বলেন, সিরাজদিখানে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে, এখন সবার আগে দরকার সচেতনতা তাই আসুন আমরা সকলে মিলে মাস্ক পরি, সুস্থ থাকি। মাস্ক পড়তে জনসচেতন বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রম। বাংলাদেশ স্কাউটস জাতির যে কোন ক্রান্তিলগ্নে দেশ ও জাতির উন্নয়নের জন্য কাজ করে তারই ধারাবাহিকতায় আজ মাস্ক বিতরণ ও জনসচেতনতা সৃষ্টির জন্য সিরাজদিখান উপজেলা স্কাউটস এর এই আয়োজন সফল হল। সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন,করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ও জনসচেতনতার বিকল্প নেই।