সিরাজদিখানে সাবেক ছাত্রলীগ ফোরামের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও তবারক বিতরণ

প্রকাশ : 2022-08-21 19:08:15১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে সাবেক ছাত্রলীগ ফোরামের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও তবারক বিতরণ

২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও তবারক বিতরণ করেছেন সিরাজদিখান উপজেলা ছাত্রলীগ ফোরামের নেতৃবৃন্দ। ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সিরাজদিখান দোয়া  ও তবারক মাহফিল করেছে সাবেক ছাত্রলীগ ফোরাম।  

আজ রোববার (২১ আগস্ট) দুপুরে সিরাজদিখান উপজেলা সাবেক ছাত্রলীগ ফোরামের সভাপতি মোঃ জাহাঙ্গির হোসেন জনির সভাপতিত্বে ও সিরাজদিখান উপজেলা সাবেক ছাত্রলীগ ফোরামের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মৃধার সঞ্চালনায় সিরাজদিখান উপজেলা মোড়ে এ কর্মসূচির আয়োজন করেন সিরাজদিখান উপজেলা সাবেক ছাত্রলীগ ফোরাম। এসময় উপজেলার ছিন্নমূল ও বিভিন্ন শিশু-শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ ও শহীদদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া অনুষ্ঠানে বর্তমান ছাত্রলীগ ও সাবেক ছাত্রলীগ ফোরামের নেতৃবৃন্দ, আওয়ামীলীগ,আওয়ামী যুবলীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।