সিরাজদিখানে সাংবাদিকদের সম্মানে জামায়োতের ইফতার   

প্রকাশ : 2025-03-16 21:35:51১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে সাংবাদিকদের সম্মানে জামায়োতের ইফতার   

সিরাজদিখানে সাংবাদিকদের সম্মানে ‌বাংলাদেশ জামায়োতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে সিরাজদিখান উপজেলা পরিষদ পুরাতন সভাকক্ষে ‌আলোচনা সভা ও ইফতার ‌ মাহফিল অনুষ্ঠিত হয়।সিরাজদিখান উপজেলা ‌ জামায়েত ইসলামী আমির মওলানা কবির হোসাইসেনর সভাপতিত্বে ও সিরাজদিখান উপজেলা ‌ জামায়েত ইসলামী সেক্রেটারি মোঃ ওয়াসিম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ‌ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যক্ষ এ.কে.এম ফকরুদ্দীন রাজী। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যান পেডারেশনের সভাপতি খিজির আব্দুল ছালাম।  অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,  বাংলাদেশ জামায়েত ইসলামী কর্মপরিষদ সদস্য মোঃ মহিউদ্দিন মুরাদী, রশুনিযা ইউনিয়ন জামায়েত ইসলামী আমির আব্দুল আলী ‌প্রমুখ। সভায় বক্তারা মাহে রমজানের পবিত্রতা তুলে ধরে আলোচনা করেন। বক্তারা বলেন ‌বিগত দিনে পুলিশ‌‌ সাংবাদিকদের সঙ্গে ‌এ সংগঠনটির সম্পর্ক তুলে ধরে ‌আলোচনা করা হয়।

তারা বলেন, স্বৈরাচারী সরকারের ‌ বিরুদ্ধে সাংবাদিকরা তাদের কলম ‌ ধরেছিল ‌অনেকেই জীবন দিয়েছিল। অনেকে কারাবরণ করেছিল। তাদের অবদানকে ‌ অস্বীকার করার উপায় নেই। বক্তারা বলেন, আপনাদের লেখনীর মাধ্যমে ‌আমাদের কর্মকান্ড তুলে ধরবেন এবং আমাদের গঠনমূলক ‌ সমালোচনা করবেন। মাহে রমজান সংযমের মাস। এ মাসে পবিত্র কোরআন নাজেল হয়েছিল আর তাই ‌ পবিত্র মাহে রমজানের ‌শিক্ষা থেকে ‌‌জীবন ধারণ করার জন্য ‌ সবাইকে সবাইকে‌ জানানো হয়। পরে মুসলিম উম্মার শান্তি ‌এবং ‌দেশ ও জাতির কল্যাণে মুনাজাত করা হয়। অনুষ্ঠানে সিরাজদিখানে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সদষ্যরা উপস্থিত ছিলেন।