সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল
প্রকাশ : 2026-01-22 20:47:58১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনে বিএনপির প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ায় শেখ মোঃ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন সিরাজদিখানের লতব্দী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
বৃহস্পতিবার(২২ জানুয়ারী) বিকেলে লতব্দী ইউনিয়নের খিদিরপুর কালাচাঁন সাধুর আখড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লতব্দী পরিষদ চত্তর এলাকায় গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে শ্লোগান দেন এবং শেখ আব্দুল্লাহকে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মিছিলে অংশ নিয়ে লতব্দী ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান সরকার বলেন, শেখ আব্দুল্লাহ একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। তাঁকে ধানের শীষ প্রতীক দেওয়ায় এ অঞ্চলের মানুষ আশাবাদী। আগামী নির্বাচনে জনগণই ধানের শীষকে বিজয়ী করবে।
এসময় স্থানীয় বিএনপি মোজাম্মেল হোসেন পিন্টু,মাহবুবুর হোসেন রন্টু,সরকার আতাউর রহমান, হাবিবুর রহমান সরকার,জাহাঙ্গির খান,আশ্রাফ হোসেন ঝন্টু,শাহাদাৎ হোসেন জয়,মেহেদী হাসান আসীক,হাফিজুল সরকার,মোঃ ইদ্রিস আলী,মোঃ আরশাদ,ইসলামসহ নেতা-কর্মীরাও বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে।
মিছিলে লতব্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পুরো আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।