সিরাজদিখানে শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : 2023-10-02 20:11:58১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলা শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস [এইচপিভি] বিষয়ে কিশোরীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধী টিকাদান কর্মসূচি ৫ম থেকে ৯ম শ্রেণি বা তার সামনে অধ্যয়নরত সকল ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরী(যারা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নয়) এসব বিষয়ের উপর দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আজ সোমবার সকাল ১০ টায়¡ সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আঞ্জুমান আরা ।
কর্মশালায় উপস্থিত ছিলেন, ডাঃ শহিদুল ইসলাম হাওলাদার,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,সিরাজদিখান উপজেলা মাধ্যমিক অফিসার মোহাম্মদ মিজানূর রহমান ভূইয়া, ইপিআই পরিদর্শক মোঃ আলমগীর গাজী,প্রভাষক চৈতী দেবনাথ,সাংবাদিক গোপাল দাস হৃদয় প্রমুখ। কর্মশালায় উপজেলার ১২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক মিলে মোট ১২৫ জন অংশ গ্রহণ করেন ।