সিরাজদিখানে লক্ষী প্রতিমা ভাঙচুর, একজনকে আটক

প্রকাশ : 2025-10-08 17:14:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে লক্ষী প্রতিমা ভাঙচুর, একজনকে আটক

মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার ছোট শিকারপুর গ্রামে লক্ষী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোররাতে উপজেলার কেয়াইন ইউনিয়নের ছোট শিকারপুর গ্রামের হরেকৃষ্ণ মন্ডলের বাড়ি সর্বজনীন পূজা মন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মন্দিরের ভেতর প্রতিমা ভাংতে দেখে জিয়াসমিন নামের এক মহিলাকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামের লোকজন। জানা যায় গ্রেপ্তারকৃত জিয়াসমিন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বানিযাপাড়া গ্রামের মেয়ে।

পূজা উপলক্ষে হরেকৃস্ণ মন্ডলের বাড়ি বেরাতে আসা প্রত্যক্ষদর্শী রাজীব মন্ডল ও ননী মন্ডল বলেন,  সকালে প্রকৃতির ডাকে সারা দিতে উঠে দেখি  জিয়াসমিন নামে এই মহিলা দাড়িয়ে প্রতিমা ভাংচুর করছেন। আমরা দুজন ভয়পেয়ে বাড়ির লোকজনদের ডেকে ঘুম থেকে জাগিয়ে মহিলাকে আটক করি। এই ভাঙচুর তাঁর মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই। 

এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি এ্যাডভোকেট পলাশ মন্ডল বলেন, আজ ভোররাত তিনটা পর্যন্ত আমাদের লোকজন মন্দিরের পাহারায় ছিলেন। এরপর জিয়াসমিন কাজটি করেন। তিনি লক্ষী প্রতিমাসহ তিনটি বিগ্রহের হাত-পা, মাথা ভেঙেছেন। সকাল ৬টার সময় আমরা এসে দেখতে পাই যে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত জিয়াসমিনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আবু বকর বলেন, অভিযুক্ত জিযাসমিনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।