সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

প্রকাশ : 2022-12-16 18:02:12১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

সারাদেশের ন্যায় সিরাজদিখানেও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধব্বনির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরুহয়। এরপর উপজেলা নতুন ভবনের সামনে স্বাধীনতার বিজয়স্তম্ভে একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। 

উপজেলা প্রশাসন আয়োজিত শ্রদ্ধা নিবেদনে এসময় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা যুবলীগ ও সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট,সাথী সমাজকল্যান সংস্থাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকলের অংশগ্রহণে এ উপলক্ষে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন । এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ,উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম তানভীর, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) তাসনিম আক্তার,সিরাজদিখান টংগীবাড়ি সার্কেল মোস্তাফিজুর রহমান রিফাত  ,  ওসি এ কে এম মিজানুল হক, ভাইস চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,রশুনিয়া ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।