সিরাজদিখানে মামলা-হামলার ভয়ে বাড়িতে পুরুষ শূন্য
প্রকাশ : 2022-01-08 18:16:00১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন নির্বাচন পরবর্তী সহিংসতায় ১০টি বাড়ি ভাঙচুর হয়েছে। গত ২৬ ডিসেম্বর লতব্দী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণার সাত দিন পর রাতের বেলা ওই ইউনিয়নের লতব্দী ভিটিগাও গ্রামের চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হাফেজ ফজলুলর হকের সমর্থন কারী লোকজনদের বাড়িতে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোঃ জহির সমর্থকরা হামলা চালায়। এ সময় এক স্কুল ছাত্রসহ প্রায় ১৫ জন আহত হয়।
এ ঘটনায় সিরাজদিখান থানায় মামলা হলে মামলা ও হামলার ভয়ে ওই সব বাড়ি পুরুষ শূন্য হয়ে পড়েছে। এ ঘটনার পর ওই গ্রামে রাতে পুলিশ পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় এখনও আতংক বিরাজ করছে। এ ব্যাপারে আক্রান্ত মোঃ সেলীম শিকদার সিরাজদিখান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সিরাজদিখান থানার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।